আলোর যুগ প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে মোস্তাকুর রহমান জাহিদ সভাপতি ও মুজাহিদ ফয়সাল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে সংগঠনের নিজস্ব ওয়েলফেয়ারে অনুষ্ঠিত সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ ছাড়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচ আর এম সম্পাদক সাইদুল ইসলামসহ শাখা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি আব্দুল মোহাইমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ৭ জানুয়ারি সকাল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সমাবেশ শুরু হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেশনের সভাপতি ও সেক্রেটারি নির্বাচন করা হয়। দুপুরে আনুষ্ঠানিক ঘোষণা দেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। নতুন নেতৃবৃন্দ পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নবনির্বাচিত সভাপতি জাহিদ বিগত কমিটির সেক্রেটারির দায়িত্বে ছিলেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারে ছাত্র। তার বাড়ি নীলফামারী সদরের কটদচুকাটা ইউনিয়ন। নির্বাচিত সেক্রেটারি মুজাহিদ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গাইবান্ধা জেলার এই শিক্ষার্থী শাখা ছাত্রশিবিরের বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি জাহিদ বলেন, সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা আমার মতো নগণ্য কাউকে এতো বিশাল দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। আমি অর্পিত দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা করব। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।