Monday, April 7, 2025
Homeঅপরাধরাজশাহীতে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

রাজশাহীতে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

আলোর যুগ প্রতিনিধিঃ রাজশাহীতে দুই বাস ও এক ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত ১২টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি বাজার এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সামনের রাজশাহী-নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় নিহতরা হলেন-নাসিম, জুয়েল ও মিজানুর। নিহতদের মধ্যে নাসিম ও জুয়েল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন জামায়াতের কর্মী। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের লাশ রামেক হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো। জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার ৬ নম্বর রাণীহাটি ইউনিয়ন শাখার আয়োজনে ‘ভ্রমণ ও যিয়ারত-২০২৫’ এর অংশ হিসেবে দুটি বাসে করে দলটি রওনা দেয়। গন্তব্য ছিল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু ভ্রমণ এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও কাদের মোল্লার সহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত।

পথিমধ্যে রাজশাহী খড়খড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক সড়কের উপরে মুখোমুখি অবস্থায় ছিল। এই ঘটনায় আহত ৩০ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের লিডার আরিফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে আহত আটজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠিয়েছি। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments