Monday, January 27, 2025
Homeক্রিকেটরাজশাহীকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর

রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর

আলোর যুগ স্পোর্টসঃ বিপিএলে টস জিতে দুর্বার রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর রাইডার্স। এ পর্যন্ত ৯ ম্যাচে একটিতে হারের স্বাধ পেয়েছে টেবিলে শীর্ষে থাকা রংপুর। অপরদিকে, চার ম্যাচে জয়ের মুখ দেখেছে রাজশাহী। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা রাজশাহীর প্লে অফে উঠতে আজ জয়ের বিকল্প নেই। এমন সমীকরণে ম্যাচে পেমেন্ট নিয়ে জটিলতার কারণে বিদেশি খেলোয়াড় ছাড়াই একাদশ সাজিয়েছে রাজশাহী। অর্থাৎ টেবিলের শীর্ষে থাকা রংপুরকে মোকাবিলা করতে বিদেশি খেলোয়াড় পাচ্ছে না রাজশাহী।

টসের সময় রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ বলেন, ‘আমাদের বেশ কিছু পরিবর্তন করতে হয়েছে। চার থেকে পাঁচজনের মতো-সব দেশি ক্রিকেটার খেলবেন, কোনো বিদেশি আজকের ম্যাচে নাই। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোনো দল একাদশে অন্তত দু’জন বিদেশি ক্রিকেটার ছাড়া খেলতে নামতে পারবে না। তবে ‘কারণ’ দেখাতে পারলে এ নিয়ম শিথিলযোগ্য। ওই সুযোগ কাজে লাগিয়েই শেষ অবধি মাঠে নেমেছে দুর্বার রাজশাহী।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিদেশি ক্রিকেটাররা এভেইলেবল না থাকায় শুধু দেশিদের নিয়ে খেলার আবেদন করে রাজশাহী। এর প্রেক্ষিতে সেটি মঞ্জুর করেছে বিপিএল টেকনিক্যাল কমিটি। বিপিএলের প্লেয়িং কন্ডিশনের ১.২.৮ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments