Sunday, August 31, 2025
Homeবিনোদনরাজনীতি ছেড়ে অভিনয়ে ফেরার ইঙ্গিত কঙ্গনার

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফেরার ইঙ্গিত কঙ্গনার

আলোর যুগ বিনোদনঃ রাজনীতিতে মন টিকছে না, আগেই দিয়েছিলেন সেই ইঙ্গিত। কঙ্গনা রানাওয়াত জানিয়েছিলেন যে, রাজনীতিতে এত কাজ করতে হয় তা তার ধারণাই ছিল না। তাহলে কি আবারও অভিনয়ে ফিরছেন মান্ডির সাংসদ? কঙ্গনার শেষ কয়েকটি ছবি বক্স অফিসে সফল হতে পারেনি। কিন্তু, তার অভিনয় দক্ষতা নিয়ে কেউ কখনও প্রশ্ন তোলেননি। ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’, ‘কুইন’, ‘তনু ওয়েড্‌স মনু’র মতো ছবির জন্য বার বার প্রশংসিত হয়েছেন তিনি।

এ বার নাকি নিজেরই বেশ কয়েকটি ছবির সিকুয়েল নিয়ে অভিনয়ে ফিরতে চলেছেন তিনি। জানা যাচ্ছে, চলতি বছরের নভেম্বরেই ‘কুইন ২’ ছবির শুটিং শুরু করতে চলেছেন তিনি। ছবির চিত্রনাট্যও তৈরি হয়ে গেছে। লন্ডনে ছবির প্রস্তুতি চলছে বলে খবর। আগের ছবিটির মতোই ভারত ও লন্ডনে ছবির শুটিং হবে।

বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তনু ওয়েড্‌স মনু’ ছবির তৃতীয় অংশের জন্যও প্রস্তুতি নিচ্ছেন কঙ্গনা। ‘তনু ওয়েড্‌স মনু রিটার্ন্‌স’ ছবিটিও বক্স অফিসে সাড়া ফেলেছিল। ২০২৬ সালে এই ছবির তৃতীয় অংশের শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে।

‘কুইন ২’-এর শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দ এল রাই-এর এই ছবির কাজ শুরু করবেন কঙ্গনা। অভিনেত্রীর বিপরীতে এ বারও দেখা যাবে আর মাধবনকে। তবে এখনও এই প্রসঙ্গে ছবির নির্মাতারা বা কঙ্গনা, কেউই মুখ খোলেননি।

২০২৪ সালে বিজেপির হয়ে ভোটে লড়ে সাংসদ নির্বাচিত হন কঙ্গনা। বছর ঘুরতেই রাজনীতি নিয়ে তৈরি হওয়া আক্ষেপ এক এক করে ভাগ করে নিয়েছিলেন কঙ্গনা। নালা পরিষ্কার করা ও রাস্তা সাফাই করার মতো সমস্যা নিয়ে তার দ্বারস্থ হচ্ছেন সাধারণ মানুষ, যা মোটেই পছন্দ হয়নি কঙ্গনার।

রাজনীতি করে রোজগারের পরিমাণ নিয়েও সন্তুষ্ট নন তিনি। অভিনেত্রী ভেবেছিলেন, বেশ হালকা চালেই রাজনীতি সংক্রান্ত নানা কাজ করতে পারবেন। খুব বেশি মাথা ঘামানোর বা পরিশ্রমের প্রয়োজন হবে না। কিন্তু ক্রমশ বুঝেছেন, তার ধারণা ভুল। কঙ্গনার এই মন্তব্যে নাকি বেশ অস্বস্তিতেও পড়েছিল পদ্মশিবির।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments