Saturday, April 26, 2025
Homeজেলার খবররাঙামাটিতে পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

রাঙামাটিতে পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

আলোর যুগ প্রতিনিধিঃ রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির ভেদভেদী এলাকায় পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় সিএনজিটি রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার রাবার বাগান এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে আসা একটি পিকআপ ভ্যানের (মিনি ট্টাক) সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশাটি। এ দুর্ঘটনায় অটোরিকশার চালক ও সব যাত্রী নিহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্বার কার্যক্রম চলছে। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়েছে। লাশের অবস্থা শোচনীয় তাই কেউ নাম-পরিচয় নিশ্চিত করতে পারছে না। লাশ উদ্ধারের পর রাঙামাটি জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে। রাঙামাটি জেনারেল হাসপাতালের আর এমও ডা. মো. সওকত আকবর বলেন, সড়ক দুর্ঘটনা কবলিত কাউকে এখনো হাসপাতালে আনা হয়নি। উদ্ধার কার্যক্রম সম্পন্ন হলে তখন হয়তো আনা হবে। তবে আমরা প্রস্তুত রয়েছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments