Saturday, November 23, 2024
Homeআন্তর্জাতিকরশিদ-নবীদের অভিনন্দন জানালেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

রশিদ-নবীদের অভিনন্দন জানালেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

আলোর যুগ প্রতিনিধিঃ ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। মঙ্গলবার বাংলাদেশকে হারিয়ে সেমিতে ওঠার গৌরব অর্জন করে দেশটি। এমন অর্জনে গোটা দেশ আনন্দে ভাসছে। প্রথমবারের মতো সেমিফাইনালে নাম লেখানোয় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

দুই মিনিটেরও বেশি সময় কথা হয় তাদের। ‘মুবারক’ জানিয়ে কথা শুরু করেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি সেমিফাইনাল নিশ্চিত করায় অভিনন্দন জানান গোটা দলকে। তাদের কথোপকথনের ভিডিও আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে। আগামী দিনে আফগান ক্রিকেট দল আরও সাফল্য পাবে বলেই আশাবাদী মন্ত্রী।

এদিকে, গতকাল এই জয় উদযাপন করতে রাস্তায় নেমে পড়েন আফগানরা। কাবুল থেকে কান্দাহার, কিংবা জালালাবাদ-পাকতিয়া। সবখানেই একই চিত্র। রাস্তায় নেমে উদযাপন করেন হাজারো আফগান। ইতিহাস গড়ার আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকেই।

এমন জয়ের উদযাপন বাড়ির মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব না। তাই আফগানরা নেমে এলেন রাস্তায়। কাবুল, কান্দাহারের মতো বড় বড় শহরে বাস-গাড়ি চলারও কোনো উপায় ছিল না লোকজনের সমাগমে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments