Friday, November 22, 2024
Homeজেলার খবর‘রবিবার ভোরে ঘোষণা হতে পারে ১০ নম্বর মহাবিপদ সংকেত’

‘রবিবার ভোরে ঘোষণা হতে পারে ১০ নম্বর মহাবিপদ সংকেত’

আলোর যুগ প্রতিনিধিঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘রেমাল’ অতিপ্রবল বেগে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এ অবস্থায় উপকূলের ১৩টিসহ ১৮ জেলা ‘রেমালের’ আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে উল্লেখ করে তিনি জানিয়েছেন, রবিবার ভোরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার প্রস্তুতি চলছে।

শনিবার রাতে ঘূর্ণিঝড় ‘রেমালের’ সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রবিবার ভোর থেকে বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানতে শুরু করবে। ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, কখনও কখনও এটি ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ‘রেমাল’ সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। এসময় ৮ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূল। এ অবস্থায় রবিবার ভোরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার প্রস্তুতি চলছে।

ঘূর্ণিঝড় ‘রেমালের’ কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments