Friday, November 22, 2024
Homeখেলাযোগ করা সময়ের গোলে হার এড়াল ম্যানইউ

যোগ করা সময়ের গোলে হার এড়াল ম্যানইউ

আলোর যুগ স্পোর্টসঃ ইউরোপা লিগে পোর্তোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ নিয়ে টানা দুই ড্রয়ে পয়েন্ট টেবিলে বেশ পিছিয়ে পড়লো এরিক টেন হাগের দল। পর্তুগালের দ্রাগাও স্টেডিয়ামে শুরুতেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। ৭ম মিনিটে মার্কাস রাশফোর্ড ও ২০তম মিনিটে রাসমুস হয়লুন্দের গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। তবে তাদের এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৭তম মিনিটে পেপে ও ৩৪তম মিনিটে সামু ওমরদিওন গোল করলে সমতায় ফেরে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় এগিয়ে যায় পোর্তো। ৮১তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের কর্নার থেকে হেডে ইউনাইটেডকে সমতায় ফেরান বদলি নামা ম্যাগুয়ার।

এ নিয়ে ইউরোপা লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই ড্র করল ইউনাইটেড। আর তাতে ৩৬ দলের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ২১তম। পোর্তোর অবস্থান ২৪তম স্থানে। একই রাতে জয় পাওয়া টটেনহ্যাম উঠেছে তৃতীয় স্থানে। আর শীর্ষে আছে লাৎসিও। দুইয়ে লিঁও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments