Tuesday, November 11, 2025
Homeআন্তর্জাতিকযে কারণে বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

যে কারণে বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

আলোর যুগ প্রতিনিধিঃ যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। বিবিসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে পাঠানো একটি চিঠি পেয়েছে এবং যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জবাব দেবে তারা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে সম্প্রচারিত একটি তথ্যচিত্রের সম্পাদনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। অবশ্য দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় পর বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও কিছু মামলা আদালতে খারিজ হয়ে গেছে ইতিমধ্যেই।

এর আগে বিবিসির চেয়ারম্যান সমির শাহ বিবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, সংবাদমাধ্যমটি সম্ভবত ট্রাম্পের পক্ষে থেকে মামলা মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। শাহ জানান, একজন ‘মামলাপ্রিয় মানুষ’ ট্রাম্প। তাই সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত আমাদের।

এদিকে, রবিবার বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। প্যানোরমা অনুষ্ঠানে প্রচারিত এক তথ্যচিত্রকে কেন্দ্র করে বিবিসি ব্যাপক বিতর্কের মধ্যে পড়েছে। আর এর মধ্যেই পদত্যাগ করেছেন তারা দুজন। বিবিসির প্যানোরমা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের ভাষণের আলাদা আলাদা অংশ সেখানে জোড়া দেওয়া হয়েছে এবং সেটি শুনে মনে হচ্ছে- মানুষকে ক্যাপিটল হিলে আক্রমণ করতে প্ররোচিত করছেন ট্রাম্প। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচার করা হয়েছিল ওই তথ্যচিত্র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments