Thursday, December 12, 2024
Homeআন্তর্জাতিকযুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৭৭ মিলিয়ন ডলার খরচ করবে হিজবুল্লাহ

যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৭৭ মিলিয়ন ডলার খরচ করবে হিজবুল্লাহ

আলোর যুগ প্রতিনিধিঃ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ ৫ কোটির বেশি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংগঠনটির প্রধান নাইম কাশেম এ ঘোষণা দেন।

রেকর্ড করা এক বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক ব্যক্তিকে ৩০০ থেকে ৪০০ ডলার করে দেয়া হবে। ২ লাখ ৩৩ হাজার ৫০০ রেজিস্টারকৃত পরিবারকে মোট ৭৭ মিলিয়ন ডলার দেয়া হবে। হিজবুল্লাহ প্রধান তার বক্তব্যে আর্থিক সহযোগিতার জন্য ইরানকে ধন্যবাদ জানান।

নাইম কাশেম আরও বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যাদের বাড়ি ঘর ধ্বংস হয়েছে তাদের ৮ হাজার ডলার দেয়া হবে, এছাড়া বৈরুতে বসবাসকারীদের দেয়া হবে ৬ হাজার ডলার করে এবং রাজধানীর বাইরে যারা বসবাস করেন তাদেরকে ৪ হাজার ডলার করে পরিশোধ করা হবে।

এ অর্থ দেয়া হবে বাৎসরিক হিসেবে। বাড়িঘরে ফিরে না যাওয়া পর্যন্ত এই অর্থ সহযোগিতা প্রদান করা হবে বলে জানান হিজবুল্লাহ প্রধান। আর এ অর্থের মূল যোগানদাতা হলো ইরান।

ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ ও পূর্বা লেবানন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চল শিয়া অধ্যুষিত। দীর্ঘ ১৪ মাসের যুদ্ধ শেষে গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments