Sunday, January 18, 2026
Homeক্রিকেটযুক্তরাষ্ট্রকে হারিয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের মেয়েদের

যুক্তরাষ্ট্রকে হারিয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের মেয়েদের

আলোর যুগ স্পোর্টসঃ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার (১৮ জানুয়ারি) কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে যুক্তরাষ্ট্রকে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানের মধ্যেই আটকে রাখে বাংলাদেশি বোলাররা। রান তাড়ায় যুক্তরাষ্ট্রের দুই ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৩৫ বলে ৪২ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দেন। তবে ২৩ রান করা দিশাকে আউট করে জুটি ভাঙেন রাবেয়া খান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র।

এক পর্যায়ে ৫৭ রানে ১ উইকেট থাকা দলটি দ্রুতই ৭৯ রানে ৬ উইকেটে পরিণত হয়। শেষদিকে রিতু সিং ১৩ বলে ঝোড়ো ৩৩ রান করলেও ম্যাচে আর ফিরতে পারেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে স্পিনার নাহিদা আক্তার দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট শিকার করেন, যার মধ্যে ১৮তম ওভারে ছিল তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এর আগে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেন তিন নম্বরে নামা শারমিন আক্তার সুপ্তা। ৩৯ বলের তার ইনিংসটি ছিল ৮টি চার ও ১টি ছক্কায় সাজানো। এছাড়া সোবহানা মোস্তারি করেন ২৯ বলে ৩২ রান।

বিশ্বকাপ বাছাইপর্বে মোট ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল জায়গা পাবে সুপার সিক্স পর্বে। সেখানে দলগুলো অন্য গ্রুপ থেকে উঠে আসা তিন দলের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। সুপার সিক্স পর্ব শেষে শীর্ষ চার দল আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এর পাশাপাশি আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২০ জানুয়ারি, পাপুয়া নিউগিনির বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৫

(শারমিন আক্তার ৬৩, সোবহানা মোস্তারি ৩২; স্নেহা মাধাবন ৩/২৩, ইসানি ভাগহেলা ২/২৭)

যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৩৮/৯

(চেতনা পগ্যাদিয়ালা ৩৬, রিতু সিং ৩৩; নাহিদা আক্তার ৪/২৪, রাবেয়া খান ২/৩৪)

ফল: বাংলাদেশ ২১ রানে জয়ী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments