আলোর যুগ প্রতিনিধিঃ এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৯২ দশমিক ৩৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭শ ৬১ জন। গত বছর ২০২৩ সালে এ বোর্ডে পাশের হার ছিল ৮৬ দশমিক ১৭। আর জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৬শ ১৭ শিক্ষার্থী।
গত বছরের তুলনার এবার পাশের হার উল্লেখযোগ্যভাবে বাড়লেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে সামান্য। রবিবার যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ।
যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে এবার সবচে’ বেশি পাশের হার সাতক্ষীরা জেলায়। এ জেলায় এবার পাশের হার ৯৬ দশমিক ১২। সবচে কম পাশের হার মেহেরপুরে, ৮৪ দশমিক ৯৭ শতাংশ।
যশোর বোর্ড থেকে এবার এক লাখ ৬০ হাজার ৯শ ২৬ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যাদের মধ্যে পাশ করেছে ১ লাখ ৪৮ হাজার ৫ শ ৭৭ জন। যাদের মধ্যে ছেলে ৭১ হাজার ৭শ ৯১ এবং মেয়ে ৭৬ হাজার ৭শ ৮৬ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৩শ ৩০ জন ছেলে এবং ১১ হাজার ৪শ ৩১ জন মেয়ে।