আলোর যুগ প্রতিনিধিঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আজ রবিবার বিকাল সাড়ে ৫টায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে চার প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।
প্রতিনিধি দলে রয়েছেন, দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।