Wednesday, January 21, 2026
Homeখেলামোনাকোকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

মোনাকোকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

আলোর যুগ স্পোর্টসঃ চিরচেনা ভয়ংকর রূপে ফিরল রিয়াল মাদ্রিদ। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে ঘরের মাঠে প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ না হলেও, প্রিয় মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিল লস ব্লাঙ্কোসরা।

মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মোনাকোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক হন ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়া জুড বেলিংহাম ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো একটি করে গোল করেন, অন্য গোলটি আসে আত্মঘাতী ভুলে। মোনাকোর হয়ে সান্ত্বনার একমাত্র গোলটি করেন জর্দান তেজে।

এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাবগুলোর বিপক্ষে ঘরের মাঠে শেষ ১৯ ম্যাচের ১৮টিতেই অপরাজিত থাকল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক রিয়াল মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যায়। ভালভার্দের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন এমবাপ্পে। ২৬ মিনিটে ভিনিসিয়ুসের ক্রস থেকে দ্বিতীয় গোলটি করেন ফরাসি তারকা। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল।

দ্বিতীয়ার্ধে একচেটিয়া আধিপত্য দেখায় স্বাগতিকরা। ৫১ মিনিটে ভিনিসিয়ুসের অ্যাসিস্টে গোল করেন মাস্তানতুয়োনো। চার মিনিট পর মোনাকোর আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে যায় ৪-০। এরপর নিজেই গোল করে দুর্দান্ত পারফরম্যান্সের পরিপূর্ণতা আনেন ভিনিসিয়ুস। ৮০ মিনিটে ভালভার্দের সহায়তায় বেলিংহাম ষষ্ঠ গোলটি করেন। বড় এই জয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। আগামী ম্যাচে বেনফিকার বিপক্ষে ইতিবাচক ফল পেলেই সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments