আলোর যুগ স্পোর্টসঃ লিওনেল মেসি হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠের বাইরে আছেন। খেলতে পারেননি আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে। ইন্টার মায়ামির জার্সিতেও মিস করেছেন সর্বশেষ তিনটি ম্যাচ। চোট কাটিয়ে অবশেষে অনুশীলনে ফিরেছেন মেসি।
আগামীকাল ভোরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মেক্সিকোর ক্লাব মন্তেরির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। এই ম্যাচে মেসিকে পাওয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে মার্তিনো বলেছেন, ‘আগামীকাল (ম্যাচের দিন) আমরা সিদ্ধান্ত নেব। আজ আমি কিছু জানি না। আজ সে অনুশীলন করেছে। আরও ২৪ ঘণ্টা বাকি আছে। আগামীকাল সিদ্ধান্ত নেব।’
তবে মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না মার্তিনো, ‘মূল ব্যাপার হচ্ছে মেসির ইনজুরি। এটা সত্য যে, এই ম্যাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ; কিন্তু আপনাকে বুঝতে হবে, সব কিছু মাত্রই শুরু হলো। এখন তাঁর শরীরের অবস্থা বুঝে আমরা সিদ্ধান্ত নেব। কোনো রকম ঝুঁকি নিতে চাই না।’