Sunday, December 22, 2024
Homeখেলামেসিকে ২০২৬ পর্যন্ত রেখে দিতে চায় ইন্টার মায়ামি

মেসিকে ২০২৬ পর্যন্ত রেখে দিতে চায় ইন্টার মায়ামি

আলোর যুগ স্পোর্টসঃ পুরো ফুটবল বিশ্বকে অবাক করে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। এটি দেশটির ফুটবল ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলফলকও। ২০২৩ সালের জুনে আড়াই বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দেয়া মেসি শুধু ক্লাবের নয়, যুক্তরাষ্ট্রের ফুটবলের জনপ্রিয়তা, অর্থনীতি এবং মর্যাদায়ও নতুন মাত্রা যোগ করেছেন।

মেসির বর্তমান চুক্তি ২০২৫ সালে শেষ হবে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এবং আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, মেসির সঙ্গে চুক্তি আরও এক বছর বাড়ানোর জন্য ইন্টার মায়ামি আলোচনা চালিয়ে যাচ্ছে। ক্লাবটির অন্যতম মালিক হোর্সে মাসও মেসিকে ২০২৬ সাল পর্যন্ত ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। যে কোনো সময় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে।

মেসির চুক্তি নবায়নের সম্ভাবনার আরেকটি বড় ইঙ্গিত হলো, মায়ামির নতুন কোচ হিসেবে হাভিয়ের মাচেরানোর নিয়োগ। সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার এবং মেসির জাতীয় দলের সতীর্থ মাচেরানোর নিয়োগে মেসির ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৬ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও দলের খেলোয়াড়রা মেসিকে সেই বিশ্বকাপে দেখতে চান। মেসি নিজেও বিভিন্ন সময় বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা ইঙ্গিত দিয়েছেন। যদি মেসি সেই বিশ্বকাপ খেলেন, তবে যুক্তরাষ্ট্রে তার অবস্থান আর্জেন্টিনা দলের জন্য বিশেষ সুবিধা এনে দিতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments