Wednesday, April 9, 2025
Homeক্রিকেটমুখোমুখি দিল্লি-লখনউ, প্রতিশোধ নাকি পরাজয়?

মুখোমুখি দিল্লি-লখনউ, প্রতিশোধ নাকি পরাজয়?

আলোর যুগ স্পোর্টসঃ পুরনো দলই এখন প্রতিপক্ষ। যে দলের নেতৃত্ব দিয়েছেন এক সময়, সেই দলের বিরুদ্ধেই মাঠে নামছেন আইপিএলে। এরকম ঘটনা হরহামেশাই দেখা যায়। সোমবার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে এমন দুই ক্রিকেটার জড়িয়ে রয়েছেন, যাঁদের কাছে এই ম্যাচ শুধু পুরনো দলের বিরুদ্ধে খেলাই নয়, বরং রয়েছে আরও উত্তেজক কিছু মশলা। কীরকম?

কে এল রাহুল গত মৌসুমে ছিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। তার সঙ্গে লখনউয়ের বিচ্ছেদ খুব মধুর ছিল বলে শোনা যায় না। বরং ছিল তিক্ততা। ম্যাচ হারার পর মাঠেই টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভর্ৎসনার শিকার হতে হয়েছিল রাহুলকে। তারপর তার দল বদল করা ছিল কার্যত সময়ের অপেক্ষা। এবার তিনি যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। যদিও অধিনায়ক নন রাহুল। দিল্লিকে নেতৃত্ব দেবেন অক্ষর পটেল।

রাহুল যদি হন মুদ্রার এক পিঠ, অন্য পিঠে রয়েছেন ঋষভ পান্ত। যিনি গত মরশুমে ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। কিন্তু দিল্লির সঙ্গে পান্তের মতানৈক্য হয়। ঝামেলার জেরেই পান্ত দিল্লি ছাড়তে চান। শোনা যায়, তিনি নিজেই দিল্লিকে জানিয়েছিলেন তাকে যেন রিটেন না করা হয়। তারপর নিলাম থেকে তাকে কেনে লখনউ। পান্তকেই এবার অধিনায়ক করেছে লখনউ।

সোমবার বিশাখাপত্তনমে মুখোমুখি সেই দুই দল – লখনউ ও দিল্লি। যার অর্থ, লড়াই রাহুল বনাম পান্তের। রাহুল যদিও এই ম্যাচে খেলবেন কি না, তা নিয়ে সামান্য সংশয় রয়েছে। সন্তাসম্ভবা স্ত্রী আথিয়ার পাশে থাকতে তিনি বাড়ি গিয়েছিলেন। সোমবারের ম্যাচে খেলবেন কি না, নিশ্চিত নয়। তবে রাহুল নিজে নিশ্চয়ই চাইবেন দিল্লির জার্সিতে মাঠে নেমে লখনউকে হারাতে। তাঁর কাছে যে এটা জবাব দেওয়ার ম্যাচ।

দিল্লির দ্বিতীয় হোমগ্রাউন্ড বিশাখাপত্তনম। গত আইপিএলে এই মাঠে খেলেই প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন পান্ত। পেয়েছিলেন নায়কের সম্মান। এবার সেই মাঠেই তিনি বিরোধী দলের অধিনায়ক। জমজমাট এক ক্রিকেটীয় লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ডিসি বনাম এলএসজির সম্ভাব্য একাদশ

দিল্লি ক্যাপিটালস: 

জেক ফ্রেসার-ম্যাকগার্ক, ফাফ ডু প্লেসিস, অভিষেক পোরেল (উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, কেএল রাহুল, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, টি নটরাজন।

লখনউ সুপার জায়ান্টস:

মিচেল মার্শ, আরশিন কুলকার্নি, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, রাজবর্ধন হাঙ্গারগেকর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, শামার জোসেফ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments