Saturday, November 23, 2024
Homeরাজনীতিমির্জা আব্বাসের মামলা প্রত্যাহার করল দুদক

মির্জা আব্বাসের মামলা প্রত্যাহার করল দুদক

আলোর যুগ প্রতিনিধিঃ প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে মামলাটি করেছিল, সেটি প্রত্যাহার করেছে সরকারি সংস্থাটি।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এই আদেশ দিয়েছেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী।

এদিন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম মির্জা আব্বাসের মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সে আবেদন মঞ্জুর করেন। এ মামলার অপর দুই আসামি হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগর লবী ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম।

জানা যায়, ২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন মির্জা আব্বাস।

দুদকের অভিযোগ, বিএনপির সাবেক এমপি আলী আসগর লবীসহ মাহফুজুল ইসলাম নামের এক সরকারি কর্মকর্তার যোগসাজশে অনিয়মের মাধ্যমে এ প্লট বরাদ্দ দেওয়া হয়।

এমন অভিযোগে দুদকের তৎকালীন উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন শাহবাগ থানায় ২০০৭ সালের ১৫ জুলাই একটি মামলা করেন। পরের বছর ১১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments