Wednesday, October 23, 2024
Homeক্রিকেটমিরপুর টেস্টে বৃষ্টির হানা, বন্ধ খেলা

মিরপুর টেস্টে বৃষ্টির হানা, বন্ধ খেলা

আলোর যুগ স্পোর্টসঃ মিরপুর টেস্টে তৃতীয় দিনে শুরুতেই ৭ রানের ব্যবধানে তিন উইকেট হারালেও জাকের ও মিরাজের ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় সেশনে জাকের আউট হলে ছন্দ হারায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় সেশনের ১৭তম ওভারে মিরপুরে হানা দেয় বৃষ্টি। যে কারণে বন্ধ রয়েছে ম্যাচ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৭ রান তুলেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ রানে ৭৭ এবং নাঈম ১২ রানে ব্যাট করছেন। এতে ৬৫ রানের লিডে রয়েছে বাংলাদেশ।

বুধবার (২৩ অক্টোবর) তৃতীয় দিনে ব্যাট করে নেমেছিলেন আগের দিনে ৩৮ রান করা জয় এবং ৩১ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম। এই দুইজনের ব্যাটে ভর করে লিড নেওয়ার স্বপ্ন দেখছিল টাইগাররা। কিন্তু তাদের আউট করেন প্রোটিয়া পেসার রাবাদা। ৯২ বলে ৪০ রান করে আউট হন জয় এবং ৩৯ বলে ৩৩ রান করে জয়। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লিটনও। মাত্র ৭ রান করে আউট হন তিনি। এতে দলীয় ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে প্রতিরোধ গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ। দু’জন মিলে গড়েছেন পঞ্চাশউর্ধ্ব জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। আর ৯৪ বলে ফিফটি তুলে নেন মিরাজ।

জাকের ও মিরাজের ৯০ রানের জুটিতে ভর করে দক্ষিণ আফ্রিকার ২০২ রানের বাধা টপকে লিডে পা রাখে বাংলাদেশ। ১০২ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন জাকের। এরপর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১১১ বলে ৫৮ রানের ইনিংস লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ডান হাতি ব্যাটার। এতে ছন্দ হারায় টাইগাররা। অষ্টম উইকেটে মিরাজকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন নাঈম হাসান। কিন্তু বাংলাদেশের ইনিংসের ৮০তম ওভারে হানা দেয় বৃষ্টি। যার ফলে বন্ধ রয়েছে খেলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments