Tuesday, May 13, 2025
Homeআন্তর্জাতিকমিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট

মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট

আলোর যুগ প্রতিনিধিঃ মিয়ানমারের সামরিক জান্তা সোমবার একটি স্কুলে বিমান হামলা চালিয়ে অন্তত ১৭ শিক্ষার্থীকে হত্যা করেছে বলে দাবি করেছে দেশটির ছায়া সরকার। এসময় আহত হয়েছে আরও ২০ জন। সাগাইং অঞ্চলের দেপেইন শহরে এই হামলার ঘটনা ঘটেছে। শহরটি বিরোধীদের নিয়ন্ত্রণাধীন এবং সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত। ছায়া সরকার ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ (এনইউজি) পরিচালিত ওই স্কুলটি দেপেইনে অবস্থিত, যা মান্দালয় শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে এবং ২৮ মার্চের ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি।

এনইউজির মুখপাত্র নে ফোন লাত বলেন, রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে-১৭ জন শিক্ষার্থী নিহত এবং ২০ জন আহত হয়েছে। স্কুলটি বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকজন নিখোঁজ থাকতে পারে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে জান্তা সরকারের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সংঘাত শুরু হয়। তখন থেকে জান্তা সরকার বিক্ষোভ দমন এবং বিরোধীদের নিয়ন্ত্রণ ঠেকাতে দমন-পীড়ন চালিয়ে আসছে। বর্তমানে তারা জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী এবং এনইউজি-সমর্থিত প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে লড়াইয়ে মাঠে পিছিয়ে পড়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments