Monday, November 24, 2025
Homeআন্তর্জাতিকমালয়েশিয়ার সাতটি রাজ্যে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ১১ হাজারের বেশি মানুষ

মালয়েশিয়ার সাতটি রাজ্যে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ১১ হাজারের বেশি মানুষ

আলোর যুগ প্রতিনিধিঃ ভয়াবহ বন্যার কবলে পড়েছে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য। টানা ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় সাতটি রাজ্যে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ খবর জানিয়েছে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলা মৌসুমি বর্ষায় মালয়েশিয়ার পূর্ব উপকূলে নিয়মিতই বন্যা দেখা দেয়, যেখানে প্রতি বছরই হাজারো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত ৩ হাজার ৮৩৯ পরিবারের মোট ১১ হাজার ৯ জন মানুষ কেদাহ, কেলান্তান, পেনাং, পেরাক, পারলিস, তেরেঙ্গানো ও সেলাঙ্গর রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

থাইল্যান্ড সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তএখানেই অন্তত ৮ হাজার ২২৮ মানুষ বন্যার প্রভাবে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বন্যার্তদের ঠাঁই দিতে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ৬০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রবিবার রাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এক জেলা পুলিশ কর্মকর্তার বরাতে জানায়, পানিবন্দি মানুষজনকে উঁচু জায়গার একটি মসজিদে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments