Thursday, January 23, 2025
Homeআন্তর্জাতিকমার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা

আলোর যুগ প্রতিনিধিঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রথম বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বুধবার ওয়াশিংটন ডিসিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর জানান, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। তবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানান তিনি।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে এবং কোয়াড (অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের একটি অনানুষ্ঠানিক গ্রুপ) বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন সফর করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। কোয়াড বৈঠকের পাশাপাশি ওইদিন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ অংশীদারিত্ব শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তারা আঞ্চলিক ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন।

দ্য হিন্দুস্তান টাইমস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে অনিয়মিত অভিবাসন সংক্রান্ত উদ্বেগ মোকাবিলায় কাজ করবে ট্রাম্প প্রশাসন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ ও নয়া প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি এবং মুক্ত ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments