Wednesday, January 7, 2026
Homeজাতীয়মানিকগঞ্জে বিএনপির দলীয় শোক চলার সময়ে লিটনের উল্লাস

মানিকগঞ্জে বিএনপির দলীয় শোক চলার সময়ে লিটনের উল্লাস

জাভেদ মোস্তফা 🇧🇩
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী ৭ দিনের শোক ঘোষণা করেছে দলটি। কিন্তু সেই শোকের আবহ উপেক্ষা করে শনিবার (৩ জানুয়ারী) মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ক্ষমতার দাপট দেখিয়ে মানিকগঞ্জ জেলা বাস-মিনিবাস ওনার্স গ্রুপের নির্বাচনে অংশগ্রহণ করে সভাপতি হয়েছেন শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক লিটন। তিনি নির্বাচিত হয়ে ফুলের মালা গলায় দিয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে এই ঘটনায় স্থানীয় বাসিন্দা, স্থানীয় বিএনপির সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনা লক্ষ্য করা গিয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা নান্নু মিয়া ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন। এদিকে শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক লিটন সভাপতি নির্বাচিত হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে আনেকে অভিযোগ করেন।
জানা গিয়েছে, “দলের চেয়ারপারসনের মৃত্যুতে আমরা যখন শোকাহত, তখন রাজ্জাক লিটন ও পীর বাবুল হোসেন ক্ষমতার লোভে মরিয়া হয়ে উঠেছে। তারা নিজেদের পকেট ভারী করতে আওয়ামী লীগের লোক ও মাদক ব্যবসায়ীদের নিয়ে এই ভুঁইফোড় নির্বাচনের নাটক সাজিয়েছেন। এটি সরাসরি দলীয় শৃঙ্খলার পরিপন্থী।” এছাড়া আব্দুর রাজ্জাক লিটন জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকারের আপন ভাগিনা।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ঘোষিত ৭ দিনের শোক কর্মসূচির পঞ্চমদিনে গত শনিবার রাতে শহরের সিটি ড্রিম কনভেনশন সেন্টারে এই নির্বাচনের আয়োজন করা হয়। সাধারণ নেতাকর্মী ও মালিকদের বড় একটি অংশকে অন্ধকারে রেখে তড়িঘড়ি করে এই ‘মনগড়া’ নির্বাচন কমিশন গঠন করা হয়।
অভিযোগ উঠেছে, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন ও সিনিয়র সহ-সভাপতি পীর বাবুল হোসেনের প্রত্যক্ষ মদদে পরিবহন সেক্টরকে কুক্ষিগত করতেই এই ‘পকেট নির্বাচন’ করা হয়েছে। যেখানে শোকের সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকার কথা, সেখানে ফলাফল ঘোষণার পর বিজয় উল্লাস ও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা।
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একধিক স্থানীয় শ্রমিকদল নেতা প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, এই নির্বাচনে মোঃ নান্নু মিয়া নামক এক আওয়ামী লীগ নেতাকে সভাপতি পদে প্রার্থী হওয়ার সুযোগ করে দেওয়া হয় কি ভাবে?

পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন আহমেদ যাদু-কে প্রধান নির্বাচন কমিশনার করা হলেও ৫ সদস্যের কমিটিতে ঠাঁই পেয়েছেন মিজান নামের প্রশাসনের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী। জানা গেছে, মিজানের নামে একাধিক মাদক মামলা রয়েছে এবং গত বছর হেরোইনসহ গ্রেফতার হয়ে তিনি ৪ মাস জেল খেটেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর আব্দুর রাজ্জাক লিটন, পীর বাবুল হোসেন এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিহাব সুমনসহ বেশ কয়েকজন নেতাকর্মী নবনির্বাচিত কমিটির সাথে উল্লাস করছেন।

জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত সভাপতি আব্দুর রাজ্জাক লিটন বলেন, আমাদের নির্বাচন অনুষ্ঠানর লক্ষ্যে আনেক আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তার ধারাবাহিকতায় নির্বাচনটি হয়েছে। তবে এই দলীয় শোকের মাঝে ফুলের মালা গলায় পরে উল্লাস ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ফেসবুক থেকে ছবিগুলো নামিয়ে ফেলা হয়েছে।

নির্বাচন কমিশনার মানিকগঞ্জ পৌর বিএনপির আহবায়ক নাসির উদ্দীন আহমেদ যাদু আরো বলেন, আমি নির্বাচন কমিশনার ছিলাম। আমাকে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের দায়িত্ব দিয়েছে। তবে দলীয় শোক চলার সময়ে নির্বাচনে নির্বাচিতদের গলায় ফুলের মালা দিয়ে উল্লাস ঠিক হয়নি। আমি এর নিন্দা জানাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments