আলোর যুগ স্পোর্টসঃ খেলার মাঝে হঠাৎ হাঁটু গেড়ে মাঠে বসে পড়লেন ফুটবলার। কয়েক সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে চেষ্টা করেন হেঁটে সামনে যাওয়ার। কিন্তু কয়েক কদম যাওয়ার পরই শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান মাঠেই। রবিবার (১ ডিসেম্বর) ইতালিয়ান সিরি ‘আ’তে ফিওরেন্তিনা ও ইন্টার মিলান ম্যাচে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আরও দেখা গেছে, ম্যাচের ১৬ মিনিটে ২২ বছর বয়সী ফিওরেন্তিনার মিডফিল্ডার এদোয়ার্দো বোভ হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েন। বোভের এমন অবস্থা দেখে কাছে থাকা ইন্টার ও ফিওরেন্তিনার খেলোয়াড়রাই তাৎক্ষণিকভাবে চিকিৎসক দলকে মাঠে আসার জন্য ডাক দেন। পরে ম্যাচটি সাসপেন্ড করা হয়।
চিকিৎসকেরা মাঠে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন বোভকে। এ সময় তাকে বৃত্তাকারে ঘিরে ছিলেন দুই দলের খেলোয়াড় এবং স্টাফরা। পরিস্থিতি বিবেচনায় দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে ফ্লোরেন্সের কারেজ্জি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যায় (আইসিইউ) আছেন তিনি। এদিকে বোভের সতীর্থ ও স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দে হেয়া পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে, ‘সৃষ্টিকর্তা সহায় হোন।’ তাকে নিয়ে পোস্ট করেছে রোমাও, ‘আমাদেরই একজন তুমি, তোমার সঙ্গে আছি।’
বোভের শারীরিক অবস্থা নিয়ে এক বিবৃতিতে ফিওরেন্তিনা জানিয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে বোভ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবার বোভের শারীরিক অবস্থার পুনঃ মূল্যায়ন করা হবে বলেও জানিয়েছে ক্লাবটি।
বিবৃতিতে আরও বলা হয়, বোভকে স্থিতিশীল হেমোডাইনামিক (রক্ত প্রবাহের গতি) অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর শরীরে প্রথমে যে কার্ডিওলজিকাল এবং নিওরোলজিক্যাল পরীক্ষাগুলো করা হয়েছে তাতে স্নায়ুতন্ত্র এবং কার্ডিও-শ্বসনতন্ত্রের মারাত্মক কোনো ক্ষতি লক্ষ্য করা যায়নি। তবে তার শারীরিক অবস্থার অগ্রগতি জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
আপাতত তাকে ফার্মালোজিক্যাল সিডেশনে (ওষুধের মাধ্যমে অচেতন করে রাখা) রাখা হয়েছে। বোভের সুস্থতা কামরা করে ফিওরেন্তিনা প্রেসিডেন্ট রোকো কোমিসো বলেছেন, ‘এদোয়ার্দো আমরা তোমার সঙ্গে আছি। তুমি দারুণ একজন ছেলে।’ এ পরিস্থিতিতে ক্লাবের সবাই বোভের পরিবারের সঙ্গে আছে বলেও জানান রোকো।