Saturday, January 18, 2025
Homeআইন-আদালতমাঝ আকাশে ভাঙল ইলন মাস্কের ‌‘স্টারশিপ’, ব্যাহত বিমান চলাচল

মাঝ আকাশে ভাঙল ইলন মাস্কের ‌‘স্টারশিপ’, ব্যাহত বিমান চলাচল

আলোর যুগ প্রতিনিধিঃ মাঝ আকাশে ভাঙল মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেট। স্থানীয় সময় বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। কিন্তু উৎক্ষেপণের মাত্র আট মিনিটের মধ্যেই ভেঙে টুকরো হয়ে যায় স্টারশিপটি। তার জেরে বিরাট এলাকার বিমান পরিষেবা ব্যাহত হয়।

এদিন উৎক্ষেপণের পর সফলভাবে প্রথম ধাপের বুস্টারকে পৃথিবীতে ফিরিয়ে আনলেও সমস্যা দেখা দেওয়ায় মহাকাশযানের উপরের অংশটি হারিয়ে যায় বলে জানিয়েছেন স্পেসএক্স-এর কর্মকর্তারা। মার্কিন ফেডারাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, মহাকাশযানের ধ্বংসাবশেষ পড়ার সম্ভাব্য এলাকার আশপাশে বিমান চলাচল কিছু সময়ের জন্য স্থগিত এবং রুট পরিবর্তন করা হয়। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, অন্তত ২০টি বিমান তাদের রুট পরিবর্তন করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষ ক্যারিবিয়ান অঞ্চলের ওপর দিয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করছে। মাস্ক জানিয়েছেন, মহাকাশযানের ইঞ্জিনের ফায়ারওয়ালের ওপরে অক্সিজেন বা জ্বালানি লিকের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। ভবিষ্যতে লিক প্রতিরোধে আরও ব্যবস্থা নেওয়া হবে, যেমন ফায়ার সাপ্রেশন যুক্ত করা এবং বায়ু নির্গমন স্থান বাড়ানো।

তিনি আরও বলেন, ‘পরবর্তী উৎক্ষেপণ আগামী মাসে হবে বলে আপাতত কোনো বাধা দেখছি না।’ টেক্সাসের ব্রাউনসভিল থেকে উৎক্ষেপণের সাড়ে আট মিনিট পর স্টারশিপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মহাকাশযানটি ১০টি ডামি স্যাটেলাইট নিয়ে আংশিকভাবে পৃথিবী প্রদক্ষিণের পরিকল্পনা করেছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments