Monday, May 12, 2025
Homeবাংলাদেশমহাকাশে ‘স্পেস স্যুট’ ছাড়া কী বেঁচে থাকা যায়

মহাকাশে ‘স্পেস স্যুট’ ছাড়া কী বেঁচে থাকা যায়

আলোর যুগ প্রতিনিধিঃ একজন মহাকাশচারী যাত্রা শুরু করেন, তার আগে তাকে অনেক প্রস্তুতি নিতে হয়। এর মধ্যে সবচেয়ে বিশেষ হলো ‘স্পেস স্যুট’, যার সাহায্যে নভোচারীরা মহাকাশযান থেকে মহাশূন্যে বেরিয়ে আসতে পারেন। কিন্তু তাদের কাছে স্পেস স্যুট না থাকলে কী হবে? স্পেস স্যুট ছাড়া কতক্ষণ মহাকাশে বেঁচে থাকতে পারবেন তারা? চলুন জেনে নেওয়া যাক এসব প্রশ্নের উত্তর।

স্পেস স্যুট ছাড়া মহাকাশে টিকে থাকা সম্ভব নয়। স্পেস ডটকমের প্রতিবেদন অনুসারে, ইউরোপীয় মহাকাশ সংস্থার কর্মকর্তা স্টিফেন ডি মি বলেছেন, কোনো মহাকাশচারী ১০ থেকে ১৫ সেকেন্ডও বেঁচে থাকবে না স্পেস স্যুট ছাড়া। অক্সিজেনের অভাবে সেই মহাকাশচারী অজ্ঞান হয়ে যাবে। আর অক্সিজেনের অভাবে রক্ত ​​গরম হতে শুরু করে এবং তিনি মারা যাবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পেস স্যুটগুলো কেবল শ্বাস নিতেই সাহায্য করে না, মহাকাশচারীদের আরও নানা বিপদ থেকেও রক্ষা করে। মহাকাশে সূর্যের আলো অনেক বেশি উজ্জ্বল। আর তা থেকে বিকিরণও ছড়ায় প্রচুর পরিমাণে। স্পেস স্যুটগুলো কেবল বিকিরণ থেকে রক্ষা করে না, ছোট ছোট উল্কাপিণ্ড থেকেও রক্ষা করে। বলা যায় এটি একটি নভোচারীর সেফ গার্ড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments