Thursday, October 31, 2024
Homeবিনোদনমনোজের যে কাজের জন্য তার স্ত্রী খুব বিব্রত!

মনোজের যে কাজের জন্য তার স্ত্রী খুব বিব্রত!

আলোর যুগ বিনোদনঃ ‘ভাইয়াজি’- এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেতা মনোজ বাজপেয়ী। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় ভক্তদের মাঝে অনেক কিছু্ ভাগাভাগি করেন এ অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী বলেন, ‘এখন সবজি বিক্রেতারা আমাকে বকাঝকা করে। ওরা বলে স্যার এরকম করবেন না, ভালো লাগছে না। তখন আমি তাদের বলি আমি শুধু প্র্যাকটিস করছি। এই কাজের জন্য আমার স্ত্রী খুব বিব্রত হয়। তখন লোকজনের সামনে এমন ব্যবহার করে, যেন আমি কোনও অপরিচিত ব্যক্তি। শাবানা একেবারেই দর কষাকষি পছন্দ করে না।’

মনোজ জানান, যখন তিনি এবং তার স্ত্রী শাবানা আমেরিকা যান। সে সময় তারা সেখানকার পুরোনো দোকান থেকে কেনাকাটা করেন। তার স্ত্রী কমদামি দোকান থেকে কেনাকাটা করতে পছন্দ করে। যেখানে অন্যদের পরা কাপড় বিক্রি হয়।

এ অভিনেতা বলেন, ‘যখন আমরা অনুভব করি যে আমাদের অনেক পোশাক আছে এবং সেগুলো আর পরব না। আমরা সেগুলো ভালোভাবে প্যাক করি। তারপর বিভিন্ন শহরে বন্ধু বা আত্মীয়দের পাঠিয়ে দেয়। এরপর তারা তা অসহায় মানুষের মাঝে বিতরণ করে দেয়।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments