Sunday, November 24, 2024
Homeজাতীয়মতিউর ও তার পরিবারের ১১৬ অ্যাকাউন্ট-জমি-ফ্ল্যাট ক্রোকের আদেশ

মতিউর ও তার পরিবারের ১১৬ অ্যাকাউন্ট-জমি-ফ্ল্যাট ক্রোকের আদেশ

আলোর যুগ প্রতিনিধিঃ নতুন কর্মসূচি ঘোষণা করে রাজধানীর শাহবাগ থেকে চতুর্থ দিনের ‘বাংলা ব্লকেড’ তুলে নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। নতুন কর্মসূচি হিসেবে আগামীকাল শুক্রবার  বিকাল ৪টায় দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন তারা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শাহবাগে চতুর্থ দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাস না করা পর্যন্ত আন্দোলন চলবে। নাহিদ ইসলাম বলেন, আমরা সব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাব, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন। আমাদের ওপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে আগামীকাল (শুক্রবার) আমরা সারাদেশের সব ক্যাম্পাসে বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল করব।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, হাইকোর্টের আংশিক রায়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে। আংশিক এই রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটার সংস্কার করতে পারে। এই বিষয়টিই আজ স্পষ্ট হয়েছে। যদি তাই হয়, তাহলে শেকৃবিতে কেন লাঠিচার্জ করা হল? শাবিপ্রবিতে হামলা করা হয়েছে, চবিতে নারী শিক্ষার্থীদের ওপর নারী পুলিশ হামলা করেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, রাবিতে ভয়ভীতি দেখানো হয়েছে।

মাভাবিপ্রবিসহ অনেক বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে। যারা হামলা করেছে তারা অতি উৎসাহী। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা মনে করি, এতে সরকারেরই ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আপনারা এতদিন আমাদের বলেছেন, আদালতের প্রতি ভরসা রাখতে। এখন আদালত আপনাদের দায়িত্ব দিয়েছে সেটি আপনারা পালন করুন। এর আগে, বিকাল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শাহবাগে যায় এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্ট অবরোধ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments