Tuesday, May 6, 2025
Homeঅপরাধভোলায় বিপুল পরিমাণ জাটকা ও শাপলাপাতা মাছ জব্দ

ভোলায় বিপুল পরিমাণ জাটকা ও শাপলাপাতা মাছ জব্দ

আলোর যুগ প্রতিনিধিঃ ভোলায় একটি বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার ৮০০ কেজি জাটকা ইলিশ ও ১০০ কেজি শাপলাপাতা মাছ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। সোমবার (১৮ নভেম্বর) রাতে ভেদুরিয়া ফেরিঘাট, হোমিও কলেজ মোড় ও মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, সোমবার রাতে জেলার তিনটি স্থানে পৃথক তিনটি অভিযান চালানো হয়।

অভিযানে তিনটি মিনি ট্রাক তল্লাশি করে এসব মাছ জব্দ করা হয়। এসময় তিনটি ট্রাকসহ ছয়জনকে আটক করা হয়।ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসানের উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং শাপলাপাতা মাছ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments