Tuesday, December 3, 2024
Homeবিনোদন‘ভুল ভুলাইয়া ৩’-এ থাকছেন অক্ষয়, যা জানালেন পরিচালক

‘ভুল ভুলাইয়া ৩’-এ থাকছেন অক্ষয়, যা জানালেন পরিচালক

আলোর যুগ বিনোদনঃ আসছে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ভুল ভুলাইয়া’ এর তৃতীয় কিস্তি ‘ভুল ভুলাইয়া থ্রি’। যে চলচ্চিত্রে ‘ভুল ভুলাইয়া ২’ এর মতই লিড চরিত্রে অভিনয় করবেন কার্তিক আরিয়ান। তবে এই চলচ্চিত্রটি মূলত যার কারণে এতোটা সুনাম কামিয়েছে সেই অক্ষয় কুমারকে আর দেখা যায়নি প্রথম পর্বের পর থেকে। এ নিয়ে ভক্তদের মাঝে ক্ষোভও কম নয়।

এমনকি ‘ভুল ভুলাইয়া টু’-তে মুখ্য ভূমিকায় কার্তিক আরিয়ানের নাম শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন সিনেপ্রেমীরা। অনেকে সোজাসুজি বলেই দিয়েছিলেন, অক্ষয় কুমারকে বাদ দেওয়া উচিত হয়নি। কিন্তু কেন অক্ষয় কুমারের জায়গায় কার্তিক আরিয়ান?

ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে সিনেমার পরিচালক আনিস বাজমি এ বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ সিনেমার সিক্যুয়েলে থাকতে পারেননি অক্ষয় কুমার। আমি বা প্রযোজক তাকে জোর করতে চাইনি। তিনি দুর্দান্ত অভিনেতা। ‘ভুল ভুলাইয়া টু’-তে তিনি থাকলে অসাধারণ কাজ করতেন।’

‘ভুল ভুলাইয়া টু’-এর টিজারের ব্যাপক প্রশংসা হয়। কিন্তু দর্শক এবং বি-টাউনের অনেকেই ভেবেছিলেন, টিজার যেমনই হোক ছবি হিট হবে না। এ প্রসঙ্গে আনিসের বক্তব্য, ‘ভুল ভুলাইয়া টু মুক্তির সময় অনেক রকমের বাধা এসেছে। টিজার সকলেরই পছন্দ হয়।’ তারপর বলেন, ‘কিন্তু একটা ধারণা তৈরি হয় যে, টিজার ভাল হলেও ছবি হিট হবে না। ট্রেলার মুক্তি পাওয়ার পরেও অনেকে আমায় বলেছিলেন, অসাধারণ হয়েছে। কিন্তু ছবিটা ভাল চলবে না।’

‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজিতে কি অক্ষয়কে আর দেখা যাবে, অন্তত ক্যামিও রোলে? এমন প্রশ্নের জবাবে আনিসের ভাষ্য, ‘অক্ষয় কুমারের কাছে যখন খুশি যেতে পারি। একবারও ভাবার দরকার নেই। মনে হয়, অক্ষয়ের উপর আমার একটা অধিকার আছে। কোনও চরিত্রে অভিনয়ের জন্য তাকে অনুরোধ করতেই পারি। খুব কম মানুষের সঙ্গেই আমার এমন সম্পর্ক আছে। মানানসই কোনও চরিত্র বা ক্যামিও থাকলে অক্ষয় অবশ্যই করবেন বলেই আমার বিশ্বাস।’ শেষে আনিশ বলেন, অক্ষয় খুব ভাল মানুষ। কয়েকদিন আগে তার সঙ্গে দেখাও হয়েছিল। শুধু এটুকু বলতে পারি, আমার সাফল্যে তিনি সব সময় খুশি হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments