Thursday, November 21, 2024
Homeখেলাভুটানে আজ বসুন্ধরা কিংসের ইস্ট বেঙ্গল চ্যালেঞ্জ

ভুটানে আজ বসুন্ধরা কিংসের ইস্ট বেঙ্গল চ্যালেঞ্জ

আলোর যুগ স্পোর্টসঃ এএফসি চ্যালেঞ্জ লিগে হার দিয়ে শুরুটা হয় বসুন্ধরা কিংসের। লেবাননের ক্লাব নেজমেহ এফসির কাছে হেরে আসর শুরু করলেও আত্মবিশ্বাসী তারা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ মঙ্গলবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ভারতের ইস্ট বেঙ্গল এফসিকে মোকাবেলা করবে দলটি।

বসুন্ধরা কিংসের মতো ইস্ট বেঙ্গলও পয়েন্ট হারিয়ে শুরু করেছে আসর। ভুটানের পারো এফসির সঙ্গে করেছে ড্র। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে তাদেরও। তাছাড়া নক আউটে যেতে হলে জিততে হবে তাদের। তবে আত্মবিশ্বাসী কিংস কোচ ভ্যালেরিও তিতে জানিয়েছেন জয়ের বিকল্প ভিন্ন কিছু ভাবছেন না।

তিনি বলেছেন, “আমরা জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছি না। আগের ম্যাচে ভাগ্য আমাদের সহায় ছিল না। আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। আশা করছি, উপভোগ্য একটি ম্যাচ হবে।” এদিকে ইস্ট বেঙ্গল এফসির ডাগআউটে থাকবেন কিংসেরই সাবেক কোচ অস্কার ব্রুজন। তিনি অবশ্য কথা বলেছেন দু’দলেরই সমস্যা নিয়ে। আক্রমণাত্মক নয়, বরং রক্ষণাত্মক খেলে জয়ের পরিকল্পনা সাজিয়েছেন তিনি।

ব্রুজোন বলেছেন, “আমাদের প্রতিপক্ষও (বসুন্ধরা কিংস) ভুটানের এই উচ্চতায় খেলতে অভ্যস্ত নয়। আমাদের যে সমস্যা হবে, ওদেরও সেটাই হবে। আমাদের মূল কাজ হবে, গোল না খাওয়া। রক্ষণ ঠিক থাকলে আমরা ম্যাচ জিততে পারব। আমরা সেটা নিয়েই কাজ করছি।”

তবে ইস্ট বেঙ্গল এফসির রক্ষণাত্মক খেলা নিয়ে চিন্তিত নন কিংস কোচ তিতে। ফাঁকফোকর খুঁজে পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আগের ম্যাচে একাধিক সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। ইস্ট বেঙ্গলের রক্ষণে কিছু সমস্যা দেখেছি। আমরা সেটা কাজে লাগাতে চাই।”

এই ম্যাচে খেলবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা। আগের ম্যাচে অবশ্য বেঞ্চে ছিলেন তিনি। তবে ব্রুজোনের অধীনে আগেই খেলেছেন এই মিডফিল্ডার। অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকায় মাঠে দেখা যাবে তাকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments