আলোর যুগ স্পোর্টসঃ ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতায় ভিনিসিয়ুস জুনিয়রকে প্রশংসায় ভাসিয়েছেন নেইমার। ট্রফি হাতে ভিনির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে সাবেক বার্সেলোনা তারকা লিখেছেন, ‘অভিনন্দন ভিনি। এটা তোমার প্রাপ্য। তোমাকে নিয়ে খুবই খুশি। এভাবে উড়তে থাকো।’
গত অক্টোবরে ব্যালন ডি’অর জিততে না পারলেও ফিফ্য দা বেস্ট হয়েছেন ভিনিসিয়ুস। ব্যালন ডি’অর জয়ী রদ্রিকে পেছনে ফেলেই যেন ‘প্রতিশোধই’ যেন নিলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। সর্বশেষ মৌসুমে যা করেছেন তারই স্বীকৃতি পেলেন ভিনি। রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতাতে সব মিলিয়ে ২৪ গোল করেছেন। সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১ গোল।
এদিকে, ভিনিসিয়ুসের ‘ফিফা দ্য বেস্ট’ জয়ের পর রিয়াল মাদ্রিদের শোকেসে যুক্ত হলো আরেকটি শিরোপা। নতুন আঙ্গিকের ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে সাফল্যে ভরা বছরটি আরেকটি অর্জন দিয়ে শেষ করল গ্যালাকটিকোসরা।
বুধবার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মেক্সিকোর পাচুকা এফসির বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। তিনটি গোল এসেছে কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়রের পা থেকে।