Thursday, January 29, 2026
Homeক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শ্রীলঙ্কায় এলিট নিরাপত্তা বাহিনী প্রস্তুত

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শ্রীলঙ্কায় এলিট নিরাপত্তা বাহিনী প্রস্তুত

আলোর যুগ স্পোর্টসঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না তা এখনো অনিশ্চিত। এমনকি বিশ্বকাপে খেললেও তারা ভারত ম্যাচ বয়কট করতে পারে, এমন গুঞ্জন চলছে। তবে এসব অনিশ্চয়তার মাঝেই সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত ও পাকিস্তানের ‘এ’ গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এই ম্যাচের নিরাপত্তা জোরদার করতে শ্রীলঙ্কা এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করবে। শ্রীলঙ্কা ক্রীড়া মন্ত্রী সুনিল কুমারা গামাগে বুধবার রাতে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করার ওপর শ্রীলঙ্কা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ভারত-পাকিস্তানের ম্যাচগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে।’

পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোই বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের নিরাপত্তায় মোতায়েন করা হবে। এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিমানবন্দর থেকে বের হওয়া থেকে আবার বিমানে ওঠা পর্যন্ত তাদের সশস্ত্র নিরাপত্তার আওতায় রাখা হবে।’শ্রীলঙ্কার পাশাপাশি সহ-আয়োজক দেশ ভারতেও টুর্নামেন্ট চলবে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কায় মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments