আলোর যুগ প্রতিনিধিঃ পেহেলগাঁওকাণ্ডের জেরে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে প্রদেশে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির সেনাবাহিনীর অন্তত সাত সৈন্য নিহত হয়েছেন। মঙ্গলবার বেলুচিস্তানের কাচি জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় প্রক্সি গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির সন্ত্রাসীরা কাচি জেলার মাচ এলাকায় সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণে সেনাবাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন।
নিহত সৈন্যদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই এলাকায় সন্ত্রাসীদের নির্মূল করার জন্য অভিযান শুরু করা হয়েছে। ঘৃণ্য এই হামলার ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
পাকিস্তানের আইএসপিআর বলেছে, ‘‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জনগণকে সঙ্গে নিয়ে বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও উন্নতি ধ্বংসের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে। সাহসী সৈন্যদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও জোরাল করবে।’’
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি মাটিতে পরিচালিত ভারত ও এর প্রক্সি গোষ্ঠীগুলোর ঘৃণ্য ষড়যন্ত্র পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা (এলইএ) এবং সাহসী জনগণ পরাজিত করবে।
সম্প্রতি ভারত-অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এর জেরে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের তীব্র উত্তেজনা চলছে।