Monday, November 24, 2025
Homeআন্তর্জাতিকভারতের নতুন প্রধান বিচারপতি কে এই সূর্য কান্ত?

ভারতের নতুন প্রধান বিচারপতি কে এই সূর্য কান্ত?

আলোর যুগ প্রতিনিধিঃ ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ি প্রধান বিচারপতি বি আর গভাইয়ের জায়গায় স্থলাভিষিক্ত হলেন ৬৩ বছর বয়সি সূর্য কান্ত। ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি। সোমবার রাষ্ট্রপতি ভবনে তাকে শপথবাক্য পাঠ করান দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণাণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ বিশিষ্ট ব্যক্তিরা।

এর পাশাপাশি ভুটান, কেনিয়া, মালয়েশিয়া, মরিশাস, নেপাল ও শ্রীলঙ্কার প্রধান বিচারপতি ও তাদের পরিবারের সদস্যরা আমন্ত্রিত ছিলেন। ১৯৬২ সালে হরিয়ানার হিসার জেলার পেটওয়ার গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সূর্য কান্ত। ১৯৮১ সালে গভর্নমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট কলেজ থেকে স্নাতক পাস করেন। তিনি ১৯৮৪ সালে রোহতাকের মহাঋষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক এবং ২০১১ সালে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে আইনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

১৯৮৪ সালে আইনজীবী হিসেবে হরিয়ানা রাজ্যের হিসারে শুরু হয় তার কর্মজীবন। কিন্তু পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে প্র্যাকটিসের প্রয়োজনে পরবর্তীতে তিনি চণ্ডীগড়ে চলে আসেন। ২০০০ সালে হরিয়ানার কনিষ্ঠতম অ্যাডভোকেট জেনারেল হন বিচারপতি সূর্য কান্ত। ২০০৪ সালের ৯ জানুয়ারি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে তাঁকে নিযুক্ত করা হয়।

পরবর্তী সময়ে ২০১৮ সালের ৫ অক্টোবর হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১৯ সালের ৯ মে ভারতের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাকে ভারতের শীর্ষ আদালতে পদোন্নতির সুপারিশ করে। এরপর ২০১৯ সালের ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments