Thursday, July 31, 2025
Homeক্রিকেটভারতের টেস্ট দলের অধিনায়ক কে হচ্ছেন?

ভারতের টেস্ট দলের অধিনায়ক কে হচ্ছেন?

আলোর যুগ স্পোর্টসঃ আইপিএলের মাঝে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। আইপিএল শেষে ইংল্যান্ড সফরে যাবে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। সেখানে নেতৃত্ব দেবেন কে? এমন প্রশ্নই এখন দেশটির ক্রিকেটে।

রোহিত অধিনায়ক থাকার সময় সহ-অধিনায়কের দায়িত্ব ছিল যশপ্রীত বুমরাহের কাঁধে। শেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি টেস্টে নেতৃত্বও দেন তিনি। কিন্তু ইংল্যান্ড সফরে তাকে অধিনায়ক করা নিয়ে সন্দেহ রয়েছে। শোনা যাচ্ছে, যশপ্রীত বুমরাহকে উপেক্ষা করেই ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে বিবেচনা করা হচ্ছে।

গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে রোহিতের অনুপস্থিতিতে বুমরাহ দুটি টেস্টে ভারতের নেতৃত্ব দিলেও, আসন্ন সিরিজে তাকে কিছু ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং সম্প্রতি পিঠের আঘাত থেকে ফিরে আসা বুমরাহর উপর চাপ কমাতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

জিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল এই মাসের শেষ দিকে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দল ঘোষণা করবে। সেখানে ২৫ বছর বয়সী গিলকে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। ২০২০ সালে মেলবোর্নে টেস্ট অভিষেকের পর থেকে গিল নিয়মিত ভারতের টেস্ট দলের সদস্য। এখন পর্যন্ত তিনি ৩২টি টেস্ট ম্যাচ খেলে ৩৫.০৫ গড়ে ১৮৯৩ রান করেছেন এই ব্যাটার, যার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও সাতটি হাফ-সেঞ্চুরি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments