Thursday, November 21, 2024
Homeক্রিকেটভারতকে বিদায় করে ফাইনালে আফগানিস্তান

ভারতকে বিদায় করে ফাইনালে আফগানিস্তান

আলোর যুগ স্পোর্টসঃ ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারত ‘এ’ দলকে ২০ রানে হারিয়ে ফাইনালে চলে গেছে আফগানিস্তান ‘এ’ দল। এর আগে প্রথম সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানরা। শুক্রবার (২৫ অক্টোবর) ওমানের আল-আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয়দের সামনে রানের পাহাড় দাঁড় করায় আফগানিস্তান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া আফগানরা ২০৭ রান করে তারা।

ভারত অবশ্য ঝোড়ো ব্যাটিংয়ের শুরুটাও করেছিল। তবে পাল্লা দিতে গিয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। এতে করে ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। চতুর্থ উইকেটে আয়ুশ বাদানি (৩১) ও নেহাল ওয়াধেরা ৩২ রানের জুটি গড়ে চাপ সামলানোর চেষ্টা করেন। তবে ব্যক্তিগত ২০ রানে নেহাল রান আউট হলে চাপে পড়ে ভারত। পরে সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি তারা। ফল ২০ রানে ভারতের হার। পরে ৬৪ রানের ইনিংস খেলে শুধু পরাজয়ের ব্যবধানটুকু কমিয়েছেন রামনদীপ সিং।

এদিন ভারতের বোলারদের তুলোধুনো করেছেন আফগানিস্তানের দুই ওপেনার জুবাইদ আকবরি এবং সেদিকউল্লাহ অটল। বিশেষ করে সেদিকউল্লাহ। টুর্নামেন্টে তার ব্যাটে প্রতিপক্ষের বোলাররা নিস্তার পাচ্ছে না। বিধ্বংসী ব্যাটিংয়ে বোলারদে চিড়েচ্যাপ্টা করছেন কয়েকদিন আগে বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলে ডাক পাওয়া বাঁহাতি ওপেনার। আজকের ম্যাচসহ ৩১৩ রান নিয়ে টুর্নামেন্টর শীর্ষ রানসংগ্রাহক ৪ ম্যাচের প্রতিটিতেই ফিফটি করেছেন। সব মিলিয়ে ধরলে সংক্ষিপ্ত সংকরণের সর্বশেষ ৫ ম্যাচে ফিফটি করেছেন তিনি।

ইনিংসগুলো সাজিয়েছেন চার-ছক্কায়। ভারতের বোলারও যেমন আজ সেদিকউল্লাহর হাত থেকে মুক্তি পায়নি। ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে ওপেনিং সতীর্থ আকবরির সঙ্গে ১৩৭ রানের জুটি গড়েছেন। ৫২ বলের ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ৪ ছক্কায়। কম যাননি আকবরিও। প্রথম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৪১ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন। হাঁকিয়েছেন ৪ ছক্কার বিপরীতে ৫ চার।

দুজনের ঝোড়ো ব্যাটিংয়ের সুর পেরে টেনেছেন করিম জানাত। জাতীয় দলের হয়ে ৬৬ টি-টোয়েন্টি খেলা আফগান ব্যাটার ২০ বলে খেলেছেন ৪১ রানের বিধ্বংসী ইনিংস। তিনে নেমে ২০৫.০০ স্ট্রাইকরেটের ব্যাটিং ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ২ ছক্কায়। তিনজনের ঝোড়ো ব্যাটিংয়ে আফগানদের সংগ্রহটাও দাঁড়ায় বড়। ৪ উইকেটে তারা করে ২০৬ রান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments