Tuesday, March 18, 2025
Homeদেশজুড়েভাইরাল হওয়াই কাল হলো সেই তরমুজ বিক্রেতার

ভাইরাল হওয়াই কাল হলো সেই তরমুজ বিক্রেতার

আলোর যুগ প্রতিনিধিঃ সম্প্রতি তরমুজ বিক্রি করে ভাইরাল হয়েছেন রনি। তার ‘ওই কিরে, ওই কিরে’ ডায়ালগও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এমনকি রনিকে ডেকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তরমুজ কেটে প্রতিষ্ঠানের প্রচারণা করছেন। সেই সাথে কনটেন্ট ক্রিয়েটররাও ভিডিও বানাতে তাকে ব্যবহার করছেন। এসব কর্মকাণ্ডের কারণে বিপাকে পড়েছেন রনি।

তিনি স্বাভাবিকভাবে তরমুজ বিক্রি করতে পারছেন না। তাই আক্ষেপ করে আত্মহত্যার হুমকি দেন তিনি। গত রবিবার এক ভিডিওতে তরমুজ বিক্রেতা রনি বলেন, ‘আমারে এরকম বিরক্ত করলে আমি গলায় ছুরি দিমু নয়তো ২৪ তলা থেকে পড়ে আত্মহত্যা করমু ভাই। আমার দেড় লাখ টাকার মাল পচে যাচ্ছে। আমি বিক্রি করতে পারতেছি না।’

তিনি ওই ভিডিওতে আরও বলেন, ‘আমি তো ভিডিও করার জন্য না বলি নাই। আমি ভিডিও দিব। আপনারা যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আমারে ভালো রাখেন। কর্ম করে খাইতে দেন ভাই।’ এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে অনুরোধ করে বলেন, ‘আমারে বিরক্ত করবেন না ভাই।’ এদিকে এই ভিডিওটিও ভাইরাল হয়েছে। তার আত্মহত্যার এই হুমকির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের সমালোচনা করছেন অনেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments