Tuesday, January 7, 2025
Homeবিনোদনভাইরাল ‘বিয়ের ছবি’ নিয়ে যা বললেন তাহসান

ভাইরাল ‘বিয়ের ছবি’ নিয়ে যা বললেন তাহসান

আলোর যুগ বিনোদনঃ  শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় গায়ক, অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ছড়িয়েছে। তাদের বিয়ের আয়োজনের একাধিক ছবি শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন ভ্ক্ত ও অনুরাগীরা। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান।

যদিও এই খবরের সত্যতা নিশ্চিত হওয়া যাচ্ছিলো না, তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন তাহসান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘বিয়ের ছবি’ প্রশ্নে গায়ক জানালেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ শনিবার সন্ধ্যায় বিস্তারিত জানাব।’

এদিকে, শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। এমনও লিখেছেন কেউ কেউ, অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments