Sunday, January 25, 2026
Homeক্রিকেট‘বয়কট’ গুঞ্জনের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করলো পাকিস্তান

‘বয়কট’ গুঞ্জনের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করলো পাকিস্তান

আলোর যুগ স্পোর্টসঃ বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে—এমন একটি গুঞ্জন ছিল। তবে এই গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রবিবার সকালে লাহোরে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ। সঙ্গে ছিলেন অধিনায়ক সালমান ও কোচ মাইক হেসন। ১৫ সদস্যের এই দলে যথারীতি অধিনায়ক হিসেবে আছেন সালমান আলী আঘা। বাবর আজম টি-টোয়েন্টি দলে ফিরেছেন বেশ আগেই। বিশ্বকাপের স্কোয়াডেও রাখা হয়েছে বাবরকে। যদিও দলে জায়গা হয়নি মোহাম্মদ রিজওয়ানের।

পাকিস্তানের স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটারদের মধ্যে সালমান আলী আঘা, ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান এবং উসমান তারিখ প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। বাকিরা আগে অন্তত একবার হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। পাকিস্তান বিশ্বকাপে লড়বে গ্রুপ ‘এ’তে। সেখানে সঙ্গী হিসেবে ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্রকে পাচ্ছে তারা। বিশ্বকাপের উদ্বোধনী দিনে ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচে সালমানের দলের প্রতিপক্ষ ভারত।

নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়েছে। এ ঘটনায় আইসিসির দ্বিমুখী নীতির সমালোচনা করে গতকাল বিকেলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সরকারের সঙ্গে আলোচনা করে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পিসিবি।

পাকিস্তানের বিশ্বকাপ দল:

সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদী, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments