Tuesday, January 28, 2025
Homeঅপরাধবড় ভাইকে খুনের দায়ে ছোট ভাইয়ের ফাঁসি

বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাইয়ের ফাঁসি

আলোর যুগ প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুরে বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাই আরিফ বিল্লাহকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ। আসামি আরিফ বিল্লাহ উপজেলার হাসান পাড়া এলাকার আ: সাত্তার মন্ডলের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হাসানপাড়া এলাকার আরিফ বিল্লাহর সাথে তার মা হামিদা বেগমের রাতে ভাত খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া-বিবাদ শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আসামি আরিফ বিল্লাহর বড় ভাই শহিদুলের সাথে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে আসামি আরিফ বিল্লাহ ক্ষিপ্ত হয়ে কাঠের বাটাম দিয়ে এলোপাথারী আঘাত করে শহিদুলের মাথা-দাঁত-মুখে রক্তাত্ব জখম করে। পরে শহিদুলকে আহত অবস্থায় প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মারা যান শহিদুল।

পরদিন ২০ সেপ্টেম্বর দুপুরে নিহত শহিদুলের স্ত্রী তাসফুরা আকতার বাদী হয়ে সাদুল্লাপুর থানায় আরিফ বিল্লাহকে একক আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মোট পাঁচ জনকে সাক্ষী করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। বাদীর আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ বলেন, আদালত শুনানি শেষে আদালত যে রায় দিয়েছেন, এতে আমরা সন্তুষ্ট। আসামিপক্ষের আইনজীবী আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু বলেন, এ রায়ে আমরা অসন্তোষ প্রকাশ করছি। আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি সেখানে আমরা ন্যায় বিচার পাব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments