
আলোর যুগ স্পোর্টসঃ ইংলিশ লিগ কাপে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হয়ে গোল পেয়েছেন রায়ান শেরকি ও সাভিনহো। সেমিফাইনালে নিউক্যাসলের মুখোমুখি হবে পেপ গার্দিওলার।
বুধবার রাতে ঘরের মাঠে ম্যাচের ৩২তম মিনিটে রায়ান শেরকির অসাধারণ এক গোলে এগিয়ে যায় সিটি। কর্নার থেকে ব্রেন্টফোর্ডের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে শেরকির কাছে বল দেন। ডি-বক্সের বাইরে বল পেয়েইে ব্রেন্টফোর্ডের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুর্দান্ত এক গোল করেন এই ফরাসি মিডফিল্ডার। প্রথম হাফে আর গোল হয়নি।
ম্যাচের ৬৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় সিটি। সাভিনহোর শট তা ব্রেন্টফোর্ডের খেলোয়াড়ের পায়ে লেগে বল জালে ঢুকে যায়। এই দুই গোলের পর আরও গোল করার চেষ্টা করে সিটি। তবে গোল করতে পারেনি তারা। এদিকে রাতের আরেক ম্যাচে ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নিউক্যাসেল ইউনাইটেড। সেমিতে সিটির বিপক্ষে খেলবে তারা।
