Sunday, August 24, 2025
Homeআন্তর্জাতিকবেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল স্লট ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল স্লট ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল স্লট ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাভেদ মোস্তফা 🇧🇩

কক্সবাজারে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল স্লট ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মতবিনিময় সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে শত শত স্লটমালিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়।

স্লট ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সাবেক সাতকানিয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, পরিচিতি পর্ব ও হোটেলের অর্জন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে এসোসিয়েশনের স্লটওনার ও অতিথিরা বক্তব্য রাখেন। এ সময় গ্র্যান্ড হেরিটেজ লিমিটেড (GHL), কোরাল রিফ প্রোপার্টিজ লিমিটেড (CRPL) এবং বেস্ট ওয়েস্টার্ন এর প্রতিনিধিরাও উপস্থিত থেকে আয়োজনকে প্রানবন্ত কটে তুলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গ্র্যান্ড হেরিটেজ লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ড. ফখরুল ইসলাম। বিশেষ অতিথ ছিলেন, গ্র্যান্ড হেরিটেজ লিমিটেডের ডিরেক্টর ডা. কামরুন নাহার দস্তগীর, ডিসিশন ইনক্রেজ কমিটির (ডিআইসি) সভাপতি কর্নেল (অব.) মোশাররফ হোসেন, হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের জেনারেল ম্যানেজার কিংশুক চক্রবর্তী, ঢাকা স্লট অনার্স গ্রুপের প্রেসিডেন্ট ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার জাভেদ মোস্তফা, জেনারেল সেক্রেটারি এ কে আজাদ সহ তিন শতাধিক স্লটমালিকগন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, স্লট ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনামুল হক, এসিয়েশনের সদস্য ডা. জালাল উদ্দিন, বশির আহামদ, হারুনর রশীদ, আনোয়ার হোসেন, আনিসুর রহমান সবুজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গ্র্যান্ড হেরিটেজ লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ড. ফখরুল ইসলাম বলেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে কাজ করে যাচ্ছি। এই দীর্ঘ মেয়াদি যাত্রায় অনেক কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে। জমির মালিকের কারনে একসময় হোটেল বন্ধ হয়ে গেলে ২০১৬ সালে স্লটমালিকদের অনুরোধে হোটেলের কোটি টাকার বকেয়া পরিশোধ করে নুতন করে হোটেল অপারেশনে যেতে হয়। এর পর নানান চড়াই উৎরাই পেরিয়ে হোটেলটি আজকের এই পর্যায়ে এসেছে। ল্যান্ড অনার কে বিদায় করতে হয়েছে। আপনাদের শান্তির জন্য প্রোফিটের জন্য আমি আমার নিজের হোটেল বিক্রয় করতে হয়েছে। শত বাধা উপেক্ষা করে আপনাদের হোটেল ছেড়ে যাই নি। আমার যৌবনের গোল্ডেন সময় এই হোটেলের পিছনে ব্যয় করেছি। আপনাদের সম্মেলিত সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যেই সকল পক্ষের অংশগ্রহণে একটি গ্রহনযোগ্য নির্বাচনের আয়োজন করে কোম্পানী বোর্ড গঠন করে হোটেল পরিচালানা করা হবে। তিনি বলেন আমার একটি স্লট থাকলেও আমি আপনাদের সাথে থাকবো। আশা করবো তাদের হাতে বেস্ট ওয়েস্টার্ন আরও ভাল ভাবে চলবে।

আয়োজন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, আড্ডা পর্ব এবং উপহার সামগ্রী স্লটমালিকদের মাঝে প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ওনার্সদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি হোটেলের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments