Wednesday, January 22, 2025
Homeজাতীয়বেনজীরের সাভানা ইকো পার্কে অভিযান

বেনজীরের সাভানা ইকো পার্কে অভিযান

আলোর যুগ প্রতিনিধিঃ সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। আজ মঙ্গলবার সকাল ১১ টা ৫০ মিনিটে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল পার্কে প্রবেশ করে। এরপর পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তারা। পরে পার্কের বিভিন্ন অফিস কক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই-বাছাই করেন।

এ পার্কের কর ফাঁকির বিষয়টি তারা তদন্ত করছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে টিমটি আর কি কি বিষয়ে তদন্ত করবে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের জানানো হয়নি। তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন বলে প্রতিনিধি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আইজিপি ও র‌্যাবের মহাপরিচালক থাকাকালীন সময়ে বেনজীর আহমেদ গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক গড়ে তোলেন। সনাতন (হিন্দু) সম্প্রদায়ের জমি দখল করে এই পার্কটি করা হয়েছে বলে গত বছর অভিযোগ ওঠে। গত বছরের জুনে এ পার্কটি আদালতের নির্দেশে ক্রোক করে স্থানীয় প্রশাসন। পার্কটিতে রিসিভার নিয়োগ করা হয়েছে। রিসিভাররা পার্কটি পরিচালনা করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments