Thursday, July 31, 2025
Homeঅপরাধবেনজীরের বিরুদ্ধে বোট ক্লাবের ৩২ কোটি টাকা লোপাটের অভিযোগ

বেনজীরের বিরুদ্ধে বোট ক্লাবের ৩২ কোটি টাকা লোপাটের অভিযোগ

আলোর যুগ প্রতিনিধিঃ ঢাকা বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও পুলিশের সাবেক আইজি পলাতক বেনজীর আহমেদের বিরুদ্ধে ৩২ কোটি টাকা লোপাটসহ নানা অনিয়মের অভিযোগ করেছে ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ। অর্থ লুটপাটের অভিযোগে বেনজীরের ক্লাব মেম্বারশিপ বাতিলের পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। গতকাল বোট ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্লাবের প্রেসিডেন্ট নাছির মাহমুদ।

তিনি জানান, বেনজীর আহমেদ ক্ষমতার অপব্যবহার করে ক্লাব কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করেন এবং জোরপর্বক তাকে ক্লাবের প্রেসিডেন্ট পদ দিতে বাধ্য করেন। ১০ বছর অনৈতিকভাবে তিনি এই পদ আঁকড়ে রেখেছিলেন। গতকাল ঢাকা বোট ক্লাবের প্রথম নির্বাচিত কমিটির ১৭তম কার্যনির্বাহী পরিষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের বিগত কার্যনির্বাহী পর্ষদের সাবেক প্রেসিডেন্ট বেনজীর আহমেদ এবং সাবেক ক্লাব সেক্রেটারি লে. কমান্ডার (অব.) তাহসিন আমিনের বিভিন্ন আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের বিষয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, গত পাঁচ মাসে বিভিন্ন পর্যায়ের তদন্ত কার্যক্রমের পরিপ্রেক্ষিতে বেনজীরের বিরুদ্ধে ক্লাবের ৩২ কোটি টাকা লোপাটের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ক্লাব মেম্বারশিপ বাতিল করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ সম্মেলনে নাছির মাহমুদ আরও জানান, তিনি বেনজীরের এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলায় তাকে তিন বছর ক্লাবে ঢুকতে দেওয়া হয়নি। উল্লেখ্য, সংবাদ সম্মেলনে ক্লাবের নির্বাহী কমিটির ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments