Friday, November 22, 2024
Homeআন্তর্জাতিকবীরভূমে কয়লা খনিতে বিস্ফোরণ, ৭ শ্রমিকের মৃত্যু

বীরভূমে কয়লা খনিতে বিস্ফোরণ, ৭ শ্রমিকের মৃত্যু

আলোর যুগ প্রতিনিধিঃ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি কয়লাখনিতে ডিনামাইট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এই বিস্ফোরণে অন্তত সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভাদুলিয়ার গঙ্গারামচক কয়লাখনিতে বিস্ফোরণের এ ঘটনায় কেউ ভেতরে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে পড়াদের উদ্ধারে দমকলবাহিনী ও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে খনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু ভেতরে শ্রমিকরা যে কাজ করছিলেন, তা খেয়াল ছিল না কারও। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকেরা চাপা পড়ে যান। পরে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনার পর খনির কর্মকর্তারা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ।

বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় কর্মকর্তারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments