Friday, October 18, 2024
Homeক্রিকেটবিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

আলোর যুগ স্পোর্টসঃ  ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে দুবাই থেকে ঢাকায় এসে পৌঁছান তারা। বড় আশা নিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলার মেয়েরা। তবে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়েছে।

টুর্নামেন্টে চার ম্যাচ খেলে জয় মাত্র একটিতে, স্কটল্যান্ডের বিপক্ষে। বাকি ম্যাচগুলোর কোনোটিতেই জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। অবশ্য এই জয়টাও বিশেষভাবেই দেখতে হচ্ছে দলকে। কারণ, বিগত ১০ বছরে বিশ্বকাপে এটাই প্রথম জয় টাইগ্রেসদের।

দেশে ফিরে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে শারজাহর উইকেটের পার্থক্য খুব একটা ছিল না। স্পিন সহায়ক উইকেট ছিল। স্পিনাররা ভালো করেছে। ব্যাটাররা নিজেদের মেরে ধরতে পারেনি। ভেন্যু তাই কোনো কিছু নয়। দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। ভেন্যুকে দোষ দিয়ে লাভ নেই। এটা অজুহাত হবে।’

জ্যোতির গাঠগড়ায় ব্যাটাররা, ‘সমস্যাটি খুবই দৃশ্যমান যে, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ধুঁকছি। যদি পাওয়ার প্লেতে আমরা ভালো শুরু পাই, তাহলে মিডল অর্ডারে ধুঁকতে হয়। কখনও কখনও সেভাবে শেষ করতে পারি না, যেভাবে করা উচিত। অনেক প্রশ্ন নিয়েই তাই আমরা যাচ্ছি। সামনের পথচলায় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে আমাদের।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments