Tuesday, December 3, 2024
Homeখেলাবিশ্বকাপ বাছাই : উরুগুয়ের সঙ্গে ড্র করল ব্রাজিল

বিশ্বকাপ বাছাই : উরুগুয়ের সঙ্গে ড্র করল ব্রাজিল

আলোর যুগ স্পোর্টসঃ শেষ দিকে দারুণ জমে ওঠা লড়াইয়ে জিততে পারল না কেউ। অনেক সুযোগ হারানোর ম‍্যাচ শেষ হলো সমতায়। বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে পয়েন্ট ভাগাভাগি করল দুই সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ে। বাংলাদেশ সময় আজ বুধবার সকালে ১-১ গোলে শেষ হয়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তির লড়াই। দ্বিতীয়ার্ধে ফেদে ভালভের্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। একটু পরেই ব্রাজিলকে সমতায় ফেরান জেহসন।

স্কোর লাইনেই কেবল সমতা। এছাড়া বাকি সব দিক থেকেই ঘরের মাঠে এগিয়ে ছিল ব্রাজিল। প্রায় ৬২ শতাংশ বল দখলে রেখে গোলের জন‍্য ১৮টি শট নেয় দরিভাল জুনিয়রের দল। তাদের কেবল তিনটি শট ছিল লক্ষ‍্যে। রক্ষণে বেশি মনোযোগ দেওয়া উরুগুয়ের আট শটের দুটি ছিল লক্ষ‍্যে। ডি বক্সে বেশ কয়েকবার বল পেলেও দুর্বল শটে সুযোগ নষ্ট করে মার্সেলো বিয়েলসার দল।

প্রথম সুযোগ পায় ব্রাজিল। তৃতীয় মিনিটে দুরূহ কোণ থেকে শট লক্ষ‍্যে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র। ২১তম মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন ফাকুন্দো পেলিস্ত্রি। ডি বক্সে বল পেলেও ঠিক মতো শট নিতে পারেননি উরুগুয়ের তরুণ এই ফরোয়ার্ড। ৩৫তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। পাঁচ মিনিট পর উরুগুয়ের মিডফিল্ডার ভালভের্দের আচমকা শটও ব‍্যর্থ হয় একইভাবে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল পেয়েই যাচ্ছিল ব্রাজিল। রাফিনিয়ার কর্নারে ইগো জেসুসের হেড ব‍্যর্থ করে দেন উরুগুয়ে গোলরক্ষক। দুই দল মিলিয়ে লক্ষ‍্যে এটাই প্রথম শট!

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সুযোগ পান সাভিনিয়ো। ম‍্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শট রাখতে পারেননি লক্ষ‍্যে। রাফিনিয়ার রক্ষণচেরা পাসে দারুণ সুযোগ আসে ভিনিসিউসের সামনে। দারুণ গতিতে ঝলকে দেখালেও আসল কাজটা করতে পারেননি তিনি। শট পেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। স্বাগতিকদের চমকে দিয়ে ৫৫তম মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে জাল খুঁজে নেন ভালভের্দে। ৭ মিনিট পর দূরপাল্লার শটেই দারুণ এক গোলে সমতা ফেরায় ব্রাজিল। রাফিনিয়ার ক্রস হেড করে ক্লিয়ার করতে চেয়েছিলেন রদ্রিগো বেন্তানকুর। সফল হননি তিনি, ডি বক্সের মাথায় পেয়ে জোরালে ভলিতে ঠিকানা খুঁজে নেন জেহসন।

৬৪তম মিনিটে এগিয়েও যেতে পারত ব্রাজিল। একটু আগে বদলি নামা গাব্রিয়েল মার্তিনেল্লির বুলেট গতির শট গ্লাভসে নেন উরুগুয়ে গোলরক্ষক সের্হিও রোচেত। চার মিনিট পর সফরকারীদের এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন রদ্রিগো আগিরে। কিন্তু বিপজ্জনক জায়গায় বল পেয়েও ঠিক মতো শট নিতে পারেননি তিনি। ৭৭তম মিনিটে আবার সুযোগ পান আগিরে। এবারও ঠিক মতো শট নিতে পারেননি তিনি। তবুও বল যাচ্ছিল জালের দিকে। ঝাঁপিয়ে ফেরান ব্রাজিল গোলরক্ষক এদেরসন। চার মিনিট পর রাফনিয়ার দূরপাল্লার শট বেরিয়ে যায় ক্রসবারের একটু উপর দিয়ে।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ব‍্যবধান গড়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করেন দানিলো। শট রাখতে পারেননি ব্রাজিল অধিনায়ক। টানা দুই জয়ে ছন্দে ফেরার আভাস দেওয়া ব্রাজিল টানা দুই ড্রয়ে পিছিয়ে নেমে গেছে পাঁচে। ১২ ম‍্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের পয়েন্ট ১৮। পাঁচ জয়ের সঙ্গে পাঁচ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে উরুগুয়ে।

পেরুকে ১-০ গোলে হারিয়ে জয়ে ফেরা আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে চূড়ায়। আর দুটি জয় পেলেই নিশ্চিত হতে পারে পরের বিশ্বকাপে তাদের খেলা। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে তিনে উঠে এসেছে একুয়েডর। দুটি দলেরই পয়েন্ট ১৯। শেষ চার ম‍্যাচের তিনটিতেই হারা কলম্বিয়া গোল পার্থক‍্যে পিছিয়ে নেমে গেছে চারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments