Wednesday, October 15, 2025
Homeখেলাবিশ্বকাপ বাছাইয়ে এখন সর্বোচ্চ গোলদাতা রোনালদো

বিশ্বকাপ বাছাইয়ে এখন সর্বোচ্চ গোলদাতা রোনালদো

আলোর যুগ স্পোর্টসঃ ৪০ বছর বয়সেও গোলমেশিন হিসেবেই দাপট দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স তার পায়ের গতি কিংবা গোলক্ষুধাকে থামাতে পারেনি। বরং আরও একবার ইতিহাস লিখলেন পর্তুগিজ এই মহাতারকা।

মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জোড়া গোল করে রোনালদো এখন বিশ্বকাপ বাছাই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪১টি, যা ছাপিয়ে গেছে গুয়াতেমালার কিংবদন্তি স্ট্রাইকার কার্লোস রুইজকে। িনি করেছিলেন ৩৯ গোল (১৯৯৮২০১৬)।

ম্যাচের ২২তম মিনিটে নেলসন সেমেদোর ক্রস থেকে সমতায় ফেরানো গোলটি করেন রোনালদো। বিরতির ঠিক আগে নুনো মেন্ডেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে পর্তুগালকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে।

তবে শেষ পর্যন্ত রবার্তো মার্টিনেসের দল হাঙ্গেরির বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে। জয় পেলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাকা হয়ে যেত পর্তুগালের। তবে এখন ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে শক্ত অবস্থানে। নভেম্বর উইন্ডোতে পরবর্তী ম্যাচ খেললেই মূল পর্ব নিশ্চিত হওয়ার সম্ভাবনা জাগছে। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা এখন ১৪৩টি, এই রেকর্ডটিও তার একার। সামনে তার আরেকটি লক্ষ্য। ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার অনন্য মাইলফলক ছোঁয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments