
আলোর যুগ স্পোর্টসঃ বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে প্রথমবারের প্রকাশ্যে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান বলেন, “বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আইসিসির বোর্ড সভাতেও আমি একই কথা বলেছি। দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয়—একটি দেশ যখন খুশি যেমন সিদ্ধান্ত নিতে পারবে আর আরেক দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ বিপরীত আচরণ করা হবে, এটা হতে পারে না।”
তিনি আরও বলেন, “এ কারণেই আমরা এই অবস্থান নিয়েছি যে, বাংলাদেশের সঙ্গে অন্যায় হচ্ছে এবং যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপে খেলতে দিতে হবে। তারা একজন বড় অংশীদার (স্টেকহোল্ডার) এবং তাদের প্রতি এ ধরনের অবিচার করা উচিত নয়।” এমন প্রশ্নের জবাবে নাকভি বলেন, “বাংলাদেশ পাকিস্তানের মতোই একজন সদস্য। আমাদের অবস্থান হলো—পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে যদি এই সুবিধা দেওয়া হয়ে থাকে, তাহলে বাংলাদেশকেও একই সুবিধা দিতে হবে।”
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। কাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে আইসিসি। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল। বাংলাদেশের দাবি ছিল, তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরানো হয়। আইসিসি সেই দাবি মানেনি।
